নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা,১৯ জুন:-নিজের ভাইকে কুপিয়ে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো দাদা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানা এলাকার ভগবানপুর গ্রামে। নিহত যুবক চন্দন কয়াল। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত দাদা উদয় কয়াল কে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল দুপুরে বাড়িতে কেউ না থাকায় দুই দাদাভাই উদয় কয়াল ও চন্দন কয়াল বাড়িতে মদ্যপান করছিল। এরই মাঝে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। বচসার জেরে দাদা উদয় কয়াল ধারালো অস্ত্র দিয়ে চন্দন কয়ালকে কুপিয়ে খুন করে। এরপর অভিযুক্ত চন্দন কয়াল প্রতিবেশী গ্রাম হেলে গাছিয়া তে এক সিভিক পুলিশ কর্মীর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ভাইকে খুন করেছে সে এমনটা জানায়।
এই ঘটনা এলাকায় চাউর হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর দেওয়া হয় ফলতা থানার পুলিশ কে।পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পাশাপাশি অভিযুক্ত দাদা উদয় কয়ালকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।
নিজের ভাইকে কুপিয়ে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো দাদা।
নিজের ভাইকে কুপিয়ে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো দাদা।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram