সল্টলেক:- ভাইয়ের খুনে ভাই গ্রেফতার ভিনরাজ্যের বাসিন্দা। জিতেন নাম পাপ্পু যাদব। সেক্টর ফাইভের মহিষবাতান এলাকা থেকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

গত এপ্রিল মাসের ৮ তারিখ সল্টলেক সেক্টর ফাইভ এলাকার মোল্লার ভেরির পাস থেকে পবন যাদব নামে এক ব্যক্তির গলা কাটা মৃত দেহ উদ্ধার করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। এর পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে জানতে পারে বিহারের বাসিন্দা কর্ম সূত্রে কলকাতার সেক্টর ফাইভ এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো তিন পবন যাদব, পাপ্পু যাদব ও সন্তোষ যাদব। পবন যাদবের মৃত্যুর পর থেকেই পলাতক সন্তোষ যাদব ও পাপ্পু যাদব। এর পর থেকে পুলিশ এই দুই ভাইয়ের খোঁজ চালাচ্ছিল বিভিন্ন জায়গায়। গতকাল মহিষবাতান এলাকা থেকে পাপ্পু যাদব কে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে পাপ্পু যাদব এবং সন্তোষ যাদব মিলে তাদের অন্য ভাই পবন যাদব কে খুন করেছে। তবে কি কারণে খুন করা হয়েছে তা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। পাশাপাশি আরেক ভাই অর্থাৎ সন্তোষ যাদব এখনো পলাতক তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত পাপ্পু যাদব কে আজ বিধান নগর মহাকুমা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ। এর পরেই গোটা বিষয়ে তদন্ত করবে। কি কারণে তাকে খুন করা হয়েছিল, সন্তোষ যাদব সেই বা কোথায় আছে এই সমস্ত বিষয়ে তদন্ত করে পুলিশ।