নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৯ ডিসেম্বর, নিজের মেয়েকে কোপানোর অভিযোগে গ্রেফতার হল বাবা। বেলুর থানা এলাকা থেকে রবিবার রাতে অশোকনগর থানার পুলিশ গ্রেফতার করল দুলাল মজুমদারকে।আশঙ্কাজনক অবস্থায় গৃহবধু বর্ণালী হালদারকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।
দুমাস আগে বাবার অমতে প্রেম করে বিয়ে করে মেয়ে (বর্ণালী)। সেই রাগ পুষে রাখে বাবা (দুলাল)।সুযোগ বুঝে তারই বহিঃপ্রকাশ, মেয়েকে শ্বশুর বাড়িতে এসে দা দিয়ে এলোপাতাড়ি কোপাল বাবা। অশোকনগর থানার ১১ নং ওয়ার্ডের এক নম্বর গোডাউন আবাসন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা পলাতক ছিল। গুরুতর জখম অবস্থায় গৃহবধূকে প্রথমে অশোকনগর হাসপাতাল সেখান থেকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ডাক্তারের থেকে জানা যায়, আহত গৃহবধূর মাথায় ১৮ টি সেলাই পড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুলাল মজুমদার-এর নামে অশোক নগর থানায় অভিযোগ জানিয়েছেন বধূর স্বামী। নিজের মেয়েকে কিভাবে এরূপ ভয়ানক ভাবে কোপাতে পারে তা নিয়ে সকলেই অবাক।উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।