নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অনিমেশ খুজুর, ২০০ মিটারে ইতিহাস গড়ল ভারত

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অনিমেশ খুজুর, ২০০ মিটারে ইতিহাস গড়ল ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ দিনে ভারতীয় ক্রীড়াজগতে নতুন ইতিহাস গড়লেন ২১ বছর বয়সী অনিমেশ খুজুর। ছত্তিশগড়ের এই তরুণ অ্যাথলিট ২০০ মিটার দৌড় শেষ করলেন মাত্র ২০.৩২ সেকেন্ডে, ভেঙে দিলেন নিজের গড়া আগের জাতীয় রেকর্ড (২০.৪০ সেকেন্ড)।

অনিমেশের এই সাফল্য শুধু একটি ব্রোঞ্জ পদক জয় নয়, বরং তা ভারতীয় স্প্রিন্ট ইতিহাসে এক অনন্য মাইলফলক। কারণ, এই টাইমিং তাকে এশিয়ান অ্যাথলেটিক্সের ইতিহাসে অন্যতম দ্রুততম দৌড়বিদদের তালিকায় স্থান দিয়েছে।

২০১৫ সালে এই প্রতিযোগিতায় শেষবার ভারতের হয়ে পদক জিতেছিলেন ধর্মবীর সিং। প্রায় এক দশক পর আবারও ভারতীয় পতাকা উড়ল এই বিভাগে।

বিশ্বদ্রুততম মানব উসেইন বোল্টকে নিজের অনুপ্রেরণা হিসেবে মানা অনিমেশ জানিয়েছেন, “আমি জানতাম নিজেকে ছাড়িয়ে যেতে পারব। এই পদক আমার পরিশ্রমের পুরস্কার।”

যদিও পদক তালিকায় এটি ব্রোঞ্জ, তবুও তার সময়ের বিচারে এই পারফরম্যান্স অনেকের কাছেই সোনার চেয়ে কম নয়। ভারতীয় ক্রীড়াজগতে এখন অনিমেশই নতুন আশার নাম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top