নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২ রা সেপ্টেম্বর :নিজের লাইসেন্সড রিভলভার দিয়ে গলায় গুলি করে আত্মঘাতী বৃদ্ধ
জানা গেছে মৃত বৃদ্ধের নাম সুধীর কুমার দে । আনুমানিক বয়স ৯২ বছর। রাজনগর বড়বাজারের বাসিন্দা ছিলেন বৃদ্ধ। ক্যামেরার সামনে কিছু না বললেও ছেলে সোমনাথ দের কথা অনুযায়ী কখন সুধীর বাবু আত্মহত্যা করেছেন। যদিও গুলি চালানোর কোনো শব্দও পাননি তিনি। রাত ১১ টা নাগাদ দেখেন বন্দুক হাতে রক্তাক্ত অবস্থায় নিজের রুমে পরে আছেন সুধীর বাবু। গলায় গুলি করারপর গুলি বেরিয়ে গিয়েছে মাথা ফুটে।রাজনগর থানায় ফোন করা হলে পুলিশ এসে রিভলবারটি নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।৯২ বছর বয়সে হঠাৎ কেন আত্মঘাতী হতে গেলেন বৃদ্ধ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোন গল্প। সমস্তটাই খতিয়ে দেখছে রাজনগর থানার পুলিশ।
নিজের লাইসেন্সড রিভলভার দিয়ে গলায় গুলি করে আত্মঘাতী বৃদ্ধ
নিজের লাইসেন্সড রিভলভার দিয়ে গলায় গুলি করে আত্মঘাতী বৃদ্ধ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram