নিজের সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তপতী বারুই, পারিবারিক অশান্তিই কি কারণ?

নিজের সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তপতী বারুই, পারিবারিক অশান্তিই কি কারণ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা – বনগাঁয় চাঞ্চল্যকর ঘটনা। এক বছরের শিশুকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযুক্তের নাম তপতী বারুই। তাঁর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বারুইপাড়ায়, এবং বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে তপতীর বিয়ে হয় অমিতোষ বারুইয়ের সঙ্গে। অমিতোষবাবুর প্রথম স্ত্রী দীর্ঘ অসুস্থতার পর মারা যান। এরপর দ্বিতীয়বার তপতীকে বিয়ে করেন তিনি। বর্তমানে অমিতোষ কর্মসূত্রে সৌদি আরবে থাকেন।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি তপতী তাঁর এক বছর এক মাস বয়সি সন্তানকে অ্যাসিড খাওয়ান। এমনকি নিজেও অ্যাসিড সেবনের চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় মা ও শিশুকে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবেশীদের দাবি, পারিবারিক অশান্তির জেরেই হয়তো এমন চরম পদক্ষেপ নেন তপতী। তবে আসল কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে।

বর্তমানে বনগাঁ থানার পুলিশ অভিযুক্ত মায়ের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্রতিবেশীদের বিবৃতিও নেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top