নিজের সন্তানের জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করে সেই টাকা এইচআইভি আক্রান্ত কিশোরকে দান করলেন ডাক্তার

নিজের সন্তানের জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করে সেই টাকা এইচআইভি আক্রান্ত কিশোরকে দান করলেন ডাক্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৮ ডিসেম্বর, এ যুগে আজ কেউ যদি কারোর জন্য কিছু ভালো করে তাহলে তা স্বার্থের জন্য করছে বলে ধরে নেওয়া যায়। স্বার্থহীন খুব কম মানুষেরই দেখা মেলে এই সমাজে। কিন্তু তা বলে যে অল্প শতাংশ মানুষ স্বার্থহীন ভাবে কাজ করে চলে তাদের অস্বীকার করা চলে না। এমন মানুষ আজও সমাজে আছেন বলেই সমাজের বুকে কিছু কল্যাণকর কাজ ঘটে চলেছে। যেমন ডাঃ শঙ্কর রামচন্দানি, বীর সুরেন্দ্র সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের নাম করা চিকিৎসক। ডাক্তার হিসেবে তিনি তাঁর কাজ প্রতিনিয়ত করে চলেছেন, তা তাঁর ডিউটির মধ্যে পরে। কিন্তু তাঁর বাইরেও তিনি এক মানবিকতার নজির গড়লেন।নিজের যমজ সন্তানের জন্মদিনের অনুষ্ঠান পালন না করে ১২ বছরের এক এইচআইভি আক্রান্ত কিশোরের চিকিৎসায় ৫০ হাজার টাকা দান করে।

শুনে অবাক হলেও এটাই সত্য, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু করেছে সকলেই। এরম মানুষ খুব কমই দেখা মেলে। জানা গিয়েছে, বহুদিন ধরেই যমজ সন্তানের জন্মদিন করার জন্য ৫০ হাজার টাকা জমাচ্ছিলেন। কিন্তু হঠাৎ তিনি তাঁর সিন্ধান্ত পরিবর্তন করেন।

গত সপ্তাহে তাঁর কানে খবর আসে এক ১২ বছরের কিশোর এইডস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এমনকী তাঁর বাবা–মা এই রোগেই আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ছেলেটি তার এক কাকার কাছে থাকত। সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে। তার আর্থিক অবস্থাও এতটাই করুণ যে চিকিৎসা চালিয়ে পড়াশোনা করা সম্ভব হচ্ছেনা। হাসপাতালে রোগী দেখতে দেখতে ছেলেটির কথা শোনেন তিনি।তখনই তিনি ঠিক করে ফেলেন মেয়েদের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে দেবেন। আর টাকাটা কিশোরের চিকিৎসা ও পড়াশোনার কাজে দিয়ে দেবেন। কথা মতো কাজ ,তিনি তাই করলেন।ডাঃ শঙ্কর রামচন্দানির এরূপ কাজে খুশি তাঁর পরিবারও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top