নিজস্ব সংবাদদাতা ২৮শে মে ২০২১ মুর্শিদাবাদ:- নিজের সাংসদ তহবিলের টাকায় অক্সিজেন পান্ট তৈরি করতে চান মুর্শিদাবাদে। কিন্তু ফাইল আটকে স্বাস্থ্য ভবনে! এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
বাংলায় করোনা পরিস্থিতি এখন রীতিমতো উদ্বেগজনক। সংক্রমণে লাগাম পরাতে যখন কার্যত লকডাউন ঘোষণা করেছে সরকার, তখন করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে অধীর চৌধুরী। মুর্শিবাদের জেলাশাসক চিঠি লিখে ইতিমধ্য়েই জেলায় অক্সিজেন প্লান্ট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। ওই টাকায় দুটি অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্স কেনার জন্যও বলেছিলেন।