সাহারানপুর- সাহারানপুরে এক মর্মান্তিক ঘটনায় স্ত্রী ও তিন সন্তানকে গুলি করে হত্যা করেছেন BJP নেতা যোগেশ রোহিলা। শনিবার রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। যোগেশ প্রথমে তার স্ত্রীকে গুলি করেন এবং পরে তিন শিশু সন্তানের কানপটিতে একের পর এক গুলি চালান। ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে এবং স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর যোগেশ রোহিলা প্রথমে স্থানীয় ইন্সপেক্টর, তারপর CO এবং শেষে SSP-কে ফোন করে বলেন, “ক্যাপ্টেন সাহেব, আমি আমার স্ত্রী ও বাচ্চাদের হত্যা করেছি। আসুন, লাশ তুলে নিন।” এই ফোন পেয়ে পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। যোগেশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিসের কাছে তিনি স্বীকার করেছেন যে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটান। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে তিনি এই পরিকল্পনা করছিলেন।
মাত্র কয়েকদিন আগেই যোগেশ তার ছোট ছেলে শিবাংশের জন্মদিন উৎসবের আয়োজন করেছিলেন। ফেসবুকে তিনি সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করে লিখেছিলেন, “শিবাংশের দীর্ঘায়ু কামনা করছি।” কিন্তু সেই শিশুটিকেই তিনি জন্মদিনের আগেই মৃত্যুর মুখে ঠেলে দিলেন। এই ঘটনায় পরিবার ও এলাকাবাসী স্তম্ভিত। যোগেশের এই নৃশংসতার পেছনের কারণ এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে তার এই কাজ সমাজে এক গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
