কলকাতা – নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় অতিরিক্ত পাঁচটি লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ব্যাপক যাত্রীসংখ্যার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। নতুন ট্রেনগুলোর মধ্যে সোনারপুর থেকে ডায়মন্ড হারবারগামী একটি লোকাল ভোর ৫টায় ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে সকাল ৬টা ৫ মিনিটে। অন্যদিকে, ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জগামী লোকাল সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে পৌঁছবে সকাল ৭টা ৫৬ মিনিটে। বারাসত থেকে বসিরহাট লোকাল ছাড়বে সকাল ৬টা ২৫ মিনিটে এবং বসিরহাট থেকে বারাসতগামী ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ৩৫ মিনিটে।
এই নতুন পরিষেবার পাশাপাশি একটি পুরনো ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল (নম্বর ৩৪৮৮২) পূর্বে ভোর ৪টা ৫০ মিনিটে ছাড়ত, এখন সেটি ১০ মিনিট আগে অর্থাৎ ভোর ৪টা ৪০ মিনিটে ছাড়বে, ফলে ডায়মন্ড হারবারে পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে। রেলের দাবি, যাত্রীদের প্রতিক্রিয়া ও চাহিদা বিবেচনা করে ভবিষ্যতে আরও ট্রেন বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
নতুন ট্রেন চালুর সিদ্ধান্তে নিত্যযাত্রীদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। তাঁদের মতে, ‘প্রতিদিন যে পরিমাণ যাত্রী ভিড় বাড়ছে, তাতে আরও বেশি ট্রেন দরকার, বিশেষ করে অফিস টাইমে যেন অন্তত ১০ মিনিট অন্তর ট্রেন চলে।’ রেলের এই পদক্ষেপে কিছুটা হলেও যাতায়াতে স্বস্তি মিলবে বলেই আশাবাদী যাত্রীরা।
