নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী- নবান্নে বসছে জরুরী বৈঠক । বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের তা সে রান্নার তেল হোক বা সব্জি- মাছ, অথবা হেঁসেলের প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য সামগ্রী সব কিছুরই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে প্রচন্ড চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে,নবান্ন সূত্রের খবর অনুযায়ী,বৃহষ্পতিবার নবান্ন সভাঘরে এই বৈঠকে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানা গেছে।তবে শুধু তারাই নন,একইসাথে মৎস্য, খাদ্য, খাদ্য সরবরাহ সহ বিভিন্ন দফতরের আধিকারিকদেরকেও এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও,এই বৈঠকে থাকবেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এবং কলকাতার মূল বাজারগুলির প্রতিনিধিগণ। অন্যদিকে, মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব, কলকাতা পুরসভার কমিশনার, কলকাতার পুলিশ কমিশনারও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আর ও পড়ুন টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক
সূত্রের খবরে জানা গেছে, মুখ্যমন্ত্রী সবপক্ষের সঙ্গে কথা বলে,উপযুক্ত আলোচনা সহকারে এত দাম বাড়ার প্রকৃত কারণ জানতে চান। এর উপরে ভিত্তি করেই তিনি পরবর্তী প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন বলেও জানা গেছে। এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য,গত দু’ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল- ডিজেলের দাম সমেত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও হু হু করে ঊর্ধ্বমুখী৷ এ ক্ষেত্রে বিশেষত দাম বেড়েছে মাছ, পেয়াঁজের মতো পণ্যগুলির ওপরে যে গুলোর জন্য অন্য রাজ্যের উপরে নির্ভরশীল থাকতে হয়। এর কারণ,কারণ ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচের ও বৃদ্ধি ঘটেছে।আবার,এদিক দিয়ে দেখলে রাশিয়া- ইউক্রেন যুদ্ধও একটি অন্যতম কারণ।
কারণ যুদ্ধের জন্য ভোজ্য তেলের দাম ও বেড়েছে৷ এতে করে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও দরিদ্ররা।যদিও বাজারে দাম নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে৷ শহর এবং জেলার বাজারগুলিতে সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব বর্তায়এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ওপর। এর উদাহরণ অদূর অতীতেও বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পেলে বিভিন্ন বাজারে ইবি আধিকারিকরা হানা দিয়েছেন। আর তাই বৃহস্পতিবারের বৈঠকেও ইবি কর্তাদেরও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবরে জানা গেছে।