হাওড়া – বালি ব্রিজ পাশে বালি নিমতলা গঙ্গার ঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধার গঙ্গার জলে! হাফপ্যান্ট সাদা স্যান্ডো গেঞ্জি পরা মাঝ বয়সি ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি! ঘটনাস্থলে বালি থানার পুলিশ রিভার ট্রাফিক পুলিশকে খবর দেয়া হয়েছে দেহ উদ্ধারের জন্য! চাঞ্চল তৈরি হয়েছে বালি নিমতলা সংলগ্ন গঙ্গার ঘাটে এলাকার কোন ব্যক্তি কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গঙ্গার জোয়ারের জলে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে!
