নিমতায় পুলিশের উপস্থিতিতে হেনস্থার শিকার অভিনেতা,গ্রেপ্তার চার। পুলিশি হেনস্থার শিকার অভিনেতা দম্পতি জিতুকমল ও নবনীতা দাস। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নিমতা থানা অঞ্চল এলাকায়। অভিযোগ উঠেছে, ওইদিন নিমতা থানার মাঝেরহাঁটি মোড়ে অভিনেতা দম্পতির গাড়িতে ধাক্কা মারে একটি মালবোঝাই মিনি ট্রাক। এরপর ওই স্থানে কর্তব্যরত পুলিশ কর্মীকে বিষয়টি জানতে গেলে অভিনেতা দম্পতিকে হেনস্থা করার পাশাপাশি তাদেরকে থানায় যেতেও বারন করেন কর্তব্যরত ওই পুলিশ কর্মী।
ওইসময় ঘটনাস্থলে ঘাতক ট্রাকের ড্রাইভার ও তার সঙ্গীদের সাথে অভিনেতা দম্পতির একপ্রস্থ বাকবিতণ্ডা বেধে যায়। কিছুক্ষন বাদে দুপক্ষই নিমতা থানায় হাজির হয়। অভিনেতা জিতুকমল ও তার স্ত্রী নবনীতার অভিযোগ, সাহায্য করা তো দুরের কথা,তাদেরকে থানায় যেতেও বাধা দেন ঘটনাস্থলে থাকা কর্তব্যরত ওই পুলিশ কর্মী। এমনকি পুলিশের উপস্থিতিতে তাদের প্রান নাশেরও হুমকি দেয় ঘাতক ট্রাকের ড্রাইভার ও তার অনুগামীরা।
অভিনেত্রী নবনীতা দাসের অভিযোগ, অভিযোগ জানাতে গেলে দীর্ঘক্ষণ তাদের থানায় বসিয়ে রাখা হয়। প্রথমে পুলিশ এফ আই আর নিতে চায়নি। শুধু একটি জেনারেল ডায়ারি নেয়। দীর্ঘক্ষণ ধরে বাকবিতণ্ডার পর অবশেষে সন্ধেবেলা এফ আই আর নেয় পুলিশ। ফেসবুক লাইভে নবনীতার দাবি,নিমতার মাঝেরহাটি মোড়ে একটি মাল বোঝাই মিনি ট্রাক তাদের গাড়ির ডান দিকে এসে সজোরে ধাক্কা মারে। সেই সময় তাদের গাড়ির চালক ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলে ঘাতক ট্রাকটি তাদের চালককে চাপা দেবার চেষ্টা করে বলেও অভিযোগ।
আরও পড়ুন – কুলিকের ছবিতে সাজবে রায়গঞ্জ রেলস্টেশন
অতঃপর অভিনেত্রীর গাড়ির চালক ঘাতক ট্রাকটির সামনে থাবা মেরে থামায়। এরপর দুপক্ষের মধ্যে তীব্র বচসা থেকে তর্কাতর্কি বেধে যায়। দুপক্ষই নিমতা থানায় হাজির হয়। অভিনেত্রী নবনীতার আরও অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। থানা কম্পাউন্ডের মধ্যে থেকে তাদের গাড়ির চালককে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাবার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী।
শুধু এখানেই থেমে থাকেনি, পুলিশের উপস্থিতিতে তাদের দেখে নেবার হুমকি সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ঘাতক ট্রাকের ড্রাইভার ও তার অনুগামীরা। কিন্তু সেই সময় পুলিশের ভূমিকা ছিল নিরব দর্শকের মত। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে রিতিমত ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা দম্পতি জিতুকামাল ও নবনীতা। ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান,একটি মামলা রুজু করা হয়েছে। তাছাড়া কর্তব্যরত ওই পুলিশ কর্মীর ভুমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ঘটনায় নিমতা থানার পুলিশ,ঘাতক ট্রাকের চালক সহ চারজনকে গ্রেপ্তার করেছে। এদিকে নক্কারজনক এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে নিমতা থানার সামনে বিজেপির মহিলা মোর্চার তরফে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে এদিন থানায় একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়।