ক্যাটরিনার বিয়েতে কোনও নিমন্ত্রণপত্র পাননি সালমান!

ক্যাটরিনার বিয়েতে কোনও নিমন্ত্রণপত্র পাননি সালমান!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নিমন্ত্রণপত্র

ক্যাটরিনার বিয়েতে কোনও নিমন্ত্রণপত্র পাননি সালমান!  ক্যাটরিনা কাইফ ও  ভিকি কুশলের বিয়ে এখন বি-টাউনে চর্চার শীর্ষে। যদি এ দুজন বিয়ে সম্পর্কে মুখে কুলুপ এঁটে আছেন, তবু তাঁদের নিয়ে জল্পনার শেষ নেই। সূত্রের খবর এ মাসে তাঁরা গাঁটছড়া বাঁধছেন আর তাঁদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে রাজস্থানের জয়পুরে। বিভিন্ন খবরে প্রকাশ, ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খানও রয়েছেন ভিকক্যাটের বিয়ের আয়োজনের অতিথির তালিকায়। কিন্তু নতুন খবর বলছে, এ তথ্য সত্য নয়।  এক সাক্ষাৎকারে সালমান খানের বোন অর্পিতা খান শর্মা বলেছেন, তাঁরা বিয়ের কোনও নিমন্ত্রণপত্র পাননি। দাওয়াত নিয়ে প্রকাশিত খবরকে মিথ্যা বলেছেন তিনি।

 

আর তাঁদের পারিবারিক একটি সূত্রের দাবি, পরিবারের কোনও সদস্যই দাওয়াত পাননি। অর্পিতার ভাষ্যে, ‘আমরা বিয়ের দাওয়াত পাইনি।’ আর ওই পারিবারিক সূত্র বলছে, ‘কোনও নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি। না আলভিরা, না অর্পিতা, কাউকে ক্যাটরিনার পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়নি। বিয়েতে উপস্থিত হওয়ার যে খবর বেরিয়েছে, তা মিথ্যা।’

 

তিন দিন আগে ক্যাটরিনা-ভিকির বিয়ের অতিথি তালিকা প্রকাশ করে। এ দৈনিকের দাবি, হুট করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপ বাড়ায় সতর্কতাস্বরূপ এ যুগল তাঁদের অতিথি তালিকা ছোট করেছেন। এরই মধ্যে ঘনিষ্ঠ বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, করণ জোহর, সালমান খান ও কোরিওগ্রাফার বসকো মার্টিস। এর আগে জানা যায়,  রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন, অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় বিয়ের আয়োজন।

 

আর ও পড়ুন  এবার ভারতে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’

 

বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে। তিন দিনের বিশাল আয়োজনে অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করা হয়েছে। রণথমবোরের হোটেলগুলো খুব একটা বড় নয়। সে জন্য এ হোটেল সংখ্যায় আশ্চর্য হওয়ার কিছু নেই। যা হোক, বিয়ের ভেন্যু থেকে ক্যাটরিনার লেহেঙ্গা কেমন হবে, সেসব খবরও প্রকাশে। কিন্তু যাঁদের বিয়ে, তাঁরাই মুখে কুলুপ এঁটে আছেন।

 

এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। অনেক তারকা যুগলই কোনও ঘোষণা দেননি। কিন্তু গুঞ্জন সত্যি করে নির্দিষ্ট সময়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। এদিকে, ভিকির তুতো বোন উপাসনা বোহরা সাফ বলে দিয়েছেন, বিয়ের খবর গুঞ্জন বৈ আর কিছু নয়। এবার দেখার কোনটা সত্য। আর তার জন্য করতে হবে মাত্র কয়েক দিন অপেক্ষা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top