নিমিষেই ঘরোয়া উপায় দূর করুন হাঁটুর কালো দাগ

নিমিষেই ঘরোয়া উপায় দূর করুন হাঁটুর কালো দাগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৩শে জুন, ২০২১ : হাটু বা কুনুইয়ের কালো ছোপদাগে যদি আপনি নাজেহাল হয়ে পড়েন তাহলে এবার নিমিষেই দূর করুন সেই দাগ। শুধু মেনে চলুন ঘরোয়া কিছু উপায়। প্রথমত ,
বাইরে বেরোলেই কনুইয়ের যে অংশ খোলা থাকবে তাতে সানস্ক্রিন মেখে নিন।কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে।একটি লেবু কেটে কনুইয়ে ভালোভাবে ঘষে নিন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।আবার হলুদ, দুধ একসঙ্গে ব্লিচের কাজ করে।এর সঙ্গে মধু মিশিয়ে কনুইয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। মধু ত্বককে আর্দ্র করে। ত্বকে খানিকটা মধু ঘষে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।পাশাপাশি,২ টেবিল চামচ ওটসের সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। তার পরে সেটা হাঁটুতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। খুব উপকারী এই মিশ্রণ। খাবার সোডার সঙ্গে জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। হাঁটুর কালো অংশে এই মিশ্রণ লাগিয়ে রাখুন। পাঁচ মিনিট ঘষতে থাকুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।পাশাপাশি , রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প একটু অলিভ অয়েল নিয়ে হাঁটুর কালো হয়ে যাওয়া অংশে লাগান। এরপর ভালো করে ঘষুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই টোটকা ব্যবহার করতে পারেন। এতে কালো দাগ উধাও হওয়ার পাশাপাশি ত্বকও মসৃণ হবে।
তবে , অবশ্যই যেকোনো রকম শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সুস্থ থাকুন। ভালো থাকুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top