রাজ্য – উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার ফলে পশ্চিমবঙ্গ-সহ প্রতিবেশী রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপের প্রভাবে আগামী তিনদিন অর্থাৎ ১৫, ১৬ ও ১৭ জুলাই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৫ ও ১৬ জুলাই। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা করা হয়েছে। ১৭ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পেতে পারে, তবে ২০ জুলাই থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় বাংলা ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষত, যদি নিম্নচাপ আরও ঘনীভূত হয় এবং ডিভিসি জল ছাড়ে, তাহলে দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।
