রাজ্য – শ্রাবণের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৩ জুলাই (মঙ্গলবার) থেকে সপ্তাহের শেষ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
কলকাতাতেও আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার শহরে আবহাওয়া ছিল পরিষ্কার এবং খটখটে শুকনো, যা ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানের জন্য ছিল এক অনন্য আবহাওয়াগত পরিস্থিতি। কিন্তু নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই বদল ঘটবে আবহাওয়ায়।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।




















