রাজ্য – বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভোর থেকে কলকাতা ও আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের পাঁচটি জেলা ছাড়া বাকিগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ বজায় থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বুধবার বৃষ্টি কম থাকলেও সপ্তাহের শেষে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলবে।
