নিজস্ব সংবাদদাতা,বীরভূম ,১ জুলাই :- লকডাউনের পর আনলক শুরু হতেই ফের বাড়ছে পথদুর্ঘটনা। বুধবার সকালে বীরভূমে ঘটে গেল বাস দুর্ঘটনা। একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থেকে রামপুরহাট যাওয়ার মাঝে জয়রামপুর সেতুর উপর। এই বাস দুর্ঘটনায় ২৫ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঘটনার পর বাসের চালক পলাতক।
বাসটি সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যাওয়ার সময় জয়রামপুর সেতুর উপর উঠলে এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার কারণ হিসাবে বাসের যাত্রীরা বাসের নিয়ন্ত্রণহীন গতিকে দায়ী করেছেন। তাদের বক্তব্য, “আম্বা মোড় থেকে বাসটি নিয়ন্ত্রনহীন গতিতে ছুটতে শুরু করে। এরপর সামনে একটি অন্য গাড়ি চলে এলে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সেতু ভেঙে উল্টে যায়। বাসে ২৮ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।” দুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।