কোলকাতা:- দ্বিতীয় হুগলি সেতু ধরে সাঁতরাগাছির দিক থেকে খিদিরপুরের দিকে আসছিল একটি ছাই বোঝাই ট্যাংকার। খিদিরপুরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে বাঁদিকে থাকা ফোর্ট উইলিয়ামের এক অংশের পাঁচিল ভেঙে পড়ে যায় ওই ট্যাংকারটি।

ঘটনাস্থলে ফোর্ট উইলিয়ামের আর্মিরা এসে ওই গাড়ির চালককে উদ্ধার করে এবং তারপর তাকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গেছে, কিছু মেকানিকাল ফল্টের জন্যই এই দুর্ঘটনা। পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ।