নিয়ন্ত্রন হারিয়ে ভোর রাতে কালভার্টে ধাক্কা পিক আপ ভ্যানের, মৃত ১, আহত ১। মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টের খুঁটিতে ধাক্কা মারলো একটি পিক আপ ভ্যান। যার জেরে গাড়ির চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয় গাড়ির খালাসী। জানা যায়, মৃত ওই গাড়ি চালকের নাম রবিউল ইসলাম (৩০)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের উত্তর সাপটি বাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে একটি পিক আপ ভ্যানে কাচামাল নিয়ে মিরিক থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল।
সে সময় ময়নাগুড়ি ধূপগুড়ি গামি ৩১ নং জাতীয় সড়কের হলহলিয়া সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টে ধাক্কা মারে। খবর পৌঁছায় ময়নাগুড়ি থানায় এবং দমকল বিভাগে। দমকল কর্মী ও ময়নাগুড়ি থানার যৌথ উদ্যোগে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক গাড়ির চালক রবিউল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে আহত আরেকজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানন্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। যদিও ওই যুবকের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।এদিকে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন – নন্দীগ্রামে দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রী মন্কিবাদ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু!
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টের খুঁটিতে ধাক্কা মারলো একটি পিক আপ ভ্যান। যার জেরে গাড়ির চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয় গাড়ির খালাসী। জানা যায়, মৃত ওই গাড়ি চালকের নাম রবিউল ইসলাম (৩০)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের উত্তর সাপটি বাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে একটি পিক আপ ভ্যানে কাচামাল নিয়ে মিরিক থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় ময়নাগুড়ি ধূপগুড়ি গামি ৩১ নং জাতীয় সড়কের হলহলিয়া সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টে ধাক্কা মারে।
খবর পৌঁছায় ময়নাগুড়ি থানায় এবং দমকল বিভাগে। দমকল কর্মী ও ময়নাগুড়ি থানার যৌথ উদ্যোগে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক গাড়ির চালক রবিউল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত আরেকজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানন্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। যদিও ওই যুবকের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।এদিকে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।