নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশন পাস বঞ্চিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ সল্টলেক ময়ুখভবনের সামনে

নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশন পাস বঞ্চিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ সল্টলেক ময়ুখভবনের সামনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশন পাস বঞ্চিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ সল্টলেক ময়ুখভবনের সামনে। অভিযোগ, গেজেটে থাকার সর্থেও সিট আপডেট করা হয়নি। 3183 সিটের বিজ্ঞপ্তি দিয়ে মাত্র 1500 জনকে নিয়োগ করা হয়েছে। যেখানে স্কুল সার্ভিস কমিশনের সিট বাড়ানো হচ্ছে, সিট ক্রিয়েট করা হচ্ছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট কমিয়ে নিয়োগ করা হচ্ছে। এর আগেও তারা অনেকবার আন্দোলন করেছিলো, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল বিষয়টি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও এখনো পর্যন্ত সুরাহা হয়নি।

 

বেশিরভাগ মাদ্রাসা গুলোতে ভিতর ভিতর ভুতুড়ে টিচার নিয়োগ করা হয়েছে তাই তাদের কে নিয়োগ করা হচ্ছেনা বলে দাবি। সেই কারণে আজ তারা সল্টলেক ময়ুনভবনে জমায়েত হয়ে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুটা যাওয়ার পর পুলিশ মিছিল আটকে দেয়। এর পর তারা মযুখভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ তাদের মধ্যে 4 জনকে নিয়ে যায় বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার জন্য।

MSC পাস বঞ্চিত প্রার্থীরা হুশিয়ারি দের তাদের দাবি যতদিন না মানা হবে তারা লাগাতার আন্দোলন বিক্ষোভ করবে।

আর ও পড়ুন  নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর সিজি ব্লকের বাসিন্দারা

উল্লেখ্য, অভিযোগ, গেজেটে থাকার সর্থেও সিট আপডেট করা হয়নি। 3183 সিটের বিজ্ঞপ্তি দিয়ে মাত্র 1500 জনকে নিয়োগ করা হয়েছে। যেখানে স্কুল সার্ভিস কমিশনের সিট বাড়ানো হচ্ছে, সিট ক্রিয়েট করা হচ্ছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট কমিয়ে নিয়োগ করা হচ্ছে। এর আগেও তারা অনেকবার আন্দোলন করেছিলো, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল বিষয়টি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও এখনো পর্যন্ত সুরাহা হয়নি।

 

বেশিরভাগ মাদ্রাসা গুলোতে ভিতর ভিতর ভুতুড়ে টিচার নিয়োগ করা হয়েছে তাই তাদের কে নিয়োগ করা হচ্ছেনা বলে দাবি। সেই কারণে আজ তারা সল্টলেক ময়ুনভবনে জমায়েত হয়ে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুটা যাওয়ার পর পুলিশ মিছিল আটকে দেয়। এর পর তারা মযুখভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ তাদের মধ্যে 4 জনকে নিয়ে যায় বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার জন্য।

MSC পাস বঞ্চিত প্রার্থীরা হুশিয়ারি দের তাদের দাবি যতদিন না মানা হবে তারা লাগাতার আন্দোলন বিক্ষোভ করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top