রাজ্য – ০২২ সালের জুলাই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সব মামলায় তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু একটি মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় ছাড়া পাননি। অবশেষে সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে সেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরই বিচারক পার্থকে জেল থেকে ছাড়ার অনুমতি দেন। একইসঙ্গে জেল থেকে মুক্তি পাচ্ছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ইডি ও সিবিআইয়ের অন্যান্য মামলায় তিনি জামিন পান। গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টও নিয়োগ দুর্নীতির শেষ মামলায় তার জামিন মঞ্জুর করে। তবে সুপ্রিম কোর্টের একটি শর্তের কারণে এতদিন জেল থেকে বের হতে পারেননি পার্থ। ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালত চার্জ গঠন করবে এবং এরপর দুই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে।
সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলে পার্থকে মুক্তি দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। শুক্রবার শেষ সাক্ষীর সাক্ষ্য অসম্পূর্ণ থাকায় মুক্তি স্থগিত ছিল। সোমবার সেই সাক্ষী জবানবন্দি দেন এবং সাক্ষ্য গ্রহণ শেষ হয়। প্রথমে রিলিজ অর্ডার স্থগিত থাকলেও পরে বিচারক পার্থের মুক্তির অনুমতি দেন।
বর্তমানে পার্থ অসুস্থতার কারণে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিলিজ অর্ডার প্রেসিডেন্সি জেলে জমা পড়ার পরই জেল থেকে জামিনে ছাড়া পাবেন তিনি। মঙ্গলবারই জেল থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের শুনানিতে পার্থ জানিয়েছেন, সাক্ষ্য গ্রহণ শেষ না হলে নিজেই সওয়াল করতে প্রস্তুত ছিলেন। ১৪ নভেম্বরের আগে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় এবার জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পালা। তবে রাজনীতির ময়দানে তার পুনরাগমন হবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।




















