অনস্ক্রিন তো বটেই অফস্ক্রিনেও তাঁর দাবাংগিরির উদাহরণ কম নেই। বিতর্ক তাঁর যেন পিছুই ছাড়ে না। ‘ভারত’ মুক্তির প্রাক্কালেও তার ব্যতিক্রম হল না। ফের শিরোনামে সলমন খান। তবে ছবির কারণে নয়। প্রকাশ্যে এক নিরাপত্তারক্ষীকে থাপ্পড় মেরে বিতর্কে জড়ালেন ভাইজান।
https://twitter.com/heartgetshurt/status/1136229512503484418