নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ১৬ মাওবাদী নিহত হয়েছে

নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ১৬ মাওবাদী নিহত হয়েছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ছত্রিশগড় – ছত্তীসগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ১৬ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা গুলির লড়াইয়ে শনিবার সকাল পর্যন্ত ১৬ মাওবাদী নিহত ও ২ জন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। ছত্তীসগড়ের সুকমা জেলার করেলাপাল এলাকার জঙ্গলে টানা সংঘর্ষ চলে মাওবাদীদের সঙ্গে জঙ্গল লড়াইয়ে বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনীর।বস্তারের আইজি জানান, সংঘর্ষে ১৬ নকশালের মৃত্যু ও ২ জন জওয়ান জখম হয়েছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকমা-দান্তেওয়াড়া সীমানা এলাকার করেলাপাল জঙ্গলে মাওবাদী তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ধরা পড়ার হাত থেকে বাঁচতে গুলি চালাতে শুরু করে নকশালপন্থীরা। ওই এলাকার জঙ্গলে মাওবাদীরা ঘাপটি মেরে আছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো অভিযানে বেরোয় জেলা সংরক্ষিত বাহিনী ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর  যৌথ দল।



পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত ১৬ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। সুকমা হল বস্তার এলাকার সবথেকে দুর্ধর্ষ নকশাল উপদ্রুত এলাকা। অতীতে বহুবার এই এলাকায় মাওবাদী হামলা হয়েছে। উল্লেখ্য, গত ২২ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছিলেন, দেশ থেকে মাওবাদী কাজকর্ম মুছে দেওয়া হবে। দেশে কোনও ধরনের সশস্ত্র আন্দোলন বরদাস্ত করবে না সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top