নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ মার্চ, আজ লকডাউন এর তৃতীয় দিনে প্রতিদিনের মতোই চেনা ছবি দেখা গেল রাজারহাটের বিভিন্ন জায়গায়। লকডাউন কে উপেক্ষা করে জমায়েত বাজারের দোকানে দোকানে।
সরকারি নির্দেশিকা- কোথাও জামায়াত করা যাবে না, দোকানে বাজারে গেলে সেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। সেই নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাবেচা। রাজারহাটে বসবাসকারী মানুষের একাংশের অভিযোগ এক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকাই নেই। পুলিশ তৎপর হলে রাজারহাটের ছবি একেবারেই উল্টো হত দাবি মানুষের।