মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে নির্বাচনী ডঙ্কা দার্জিলিং জেলার পাহাড় সমতলে। রবিবার শিলিগুড়ি হিলকার্ট রোডে জেলা দলীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেই কুৎসা বনাম উন্নয়নের লড়াইয়ের আওয়াজ তুললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা থেকে ট্রেনে সকালে শিলিগুড়িতে পৌছেই পাহাড় ও শিলিগুড়ি মহকুমা নির্বাচনকে কেন্দ্র করে জেলা নেতৃত্বদের সঙ্গে গোপন বৈঠক সারেন মন্ত্রী। কার্শিয়াং পাহাড়ের তৃনমূল সাংসদ শান্তা ছেত্রী, দার্জিললিং জেলা সমতলের তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা নেতৃত্ব গৌতম দেব, রঞ্জন সরকার, মহকুমা নেতৃত্ব কাজল ঘোষ সহ অন্যান্য নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসন, ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন ও ৬৬টি পঞ্চায়েত সমিতি নিয়ে নির্বাচনী লড়াই। এদিন প্রথম দফায় শহরের একটি হোটেলে দলের নেতৃত্বদের সঙ্গে আলোচনার পর শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ আসনের প্রার্থী তালিকার নাম ঘোষণা করেন। সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান শিলিগুড়ি মহকুমা পরিষদ এক নম্বর নকশালবাড়ি ব্লকে প্রথম প্রার্থী অরুণ ঘোষ, এবং দ্বিতীয় প্রার্থী নলিনী রঞ্জন রায়। শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়া ব্লকে তৃতীয় নম্বর প্রার্থী জ্যোতি তিরকি, চতুর্থ প্রিয়ংকা বিশ্বাস। খড়িবাড়ি ব্লকের কাজল ঘোষ ও ষষ্ঠ কিশোরী মোহন সিংহ রায়।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
ফাঁসীদেওয়া ব্লকের তিন জন মহাকুমা পরিষদ আসনের প্রার্থী রয়েছে কুমুদিনী বড়াইক, আইনুল হক, রুমা রেশমি এক্কা। মহাকুমা পরিষদ মনোনীত প্রার্থী তথা অন্যতম তৃণমূল নেতৃত্ব কাজল ঘোষ এবং আইনুল হক দীর্ঘসময় শিলিগুড়ি মহকুমা পরিষদের দায়িত্বভার সামলে এসেছেন। অন্যদিকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী তালিকা নিয়ে বিকেলে বৈঠক করেন ব্লক ভিত্তিক নেতাদের সঙ্গে। পরবর্তীতে সন্ধ্যার পর সে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী এদিন নির্বাচনী মূল মন্ত্রনা দিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই পাহাড় সমতালে লড়বে তৃণমূল। এ নির্বাচন কুৎসা বনাম উন্নয়নের লড়াই বলে প্রতিপক্ষ রাম বাম শিবিরের মূলত একহাতে নেন তিনি।পাশাপাশি এদিন দার্জিলিং জেলা তৃণমূল কার্যালয় থেকে জিটিএ নির্বাচনে ১০ টি আসনের তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতার করছে তা জানিয়ে দেওয়া হয়।
দার্জিলিং তৃনমূল নির্বাচনী চেয়ারম্যান এলবি রাইকে ও শান্তাছেত্রীকে বসিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। জিটিএ নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিনয় তামাং। চার নম্বর নির্বাচনী কেন্দ্র থেকে ঘাসফুল চিহ্নে নির্বাচনী লড়াইয়ে নামছে বিনয়।নির্বাচনী কেন্দ্র৭,৮,১০,১৭,১৮,২৩,২৪,২৬,৩৫ যথাক্রমে পাশোয়ান গিরিং ভুটিয়া, দেবেশ রাই, দীনেশ গুরুং, নোর বাহাদুর, খাওয়াশ, দুর্বা, নীলেশ রাই, তিরকে, রিঙঝিঙ ভুটিয়া। তবে পাহাড়ে কোনো ভাবেই জোটের রাস্তায় হাটছে ন তৃনমূল সাফ করে দেন তা মন্ত্রী। মন্ত্রীর বক্তব্য আমরা ১০টি আসনেই লড়াই করছি। গত এগারো বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ের উন্নয়নে কাজ করেছেন।যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা হয়েছে আমি চাই সে উন্নয়ন যজ্ঞে সকলে সামিল হোক।