নির্বাচনী দৌড় ঝাঁপে অসুস্থ্য দার্জিলিং জেলা তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। শিলিগুড়ি মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জেলা সভানেত্রী। নেত্রী অসুস্থ্য হলেও নির্বাচনী লড়াইয়ে সময় নষ্ট নয়! শক্ত হাতে দলের হাল ধরে রনকৌশল নির্ধারন করছেন দার্জিলিং জেলা চেয়ারম্যান অলক চক্রবর্তী। প্রায় প্রতিপক্ষবিহীন অবস্থা হলেও ভোট ময়দানে লড়াইতে কিঞ্চিৎ ফাঁক রাখতে রাজি নয় ঘাসফুল শিবির। টানা নির্বাচনী দৌড় ঝাঁপ পরিশ্রমে বৃহস্পতিবার থেকে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন দার্জিলিং জেলা তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ।
জানা গিয়েছে বৃহস্পতিবার জ্বরে কাবু হয়ে পড়েন তিনি। কিছুতেই জ্বর নামছিল না। এরপর শুক্রবার জ্বর কিছুটা কমলেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এরপরই সময় নষ্ট না করে দলীয় কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জেলা তৃনমূল চেয়ারম্যান অলক চক্রবর্তী বলেন চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন তিনি। দলের তরফে প্রতিনিয়ত তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হচ্ছে। চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ্য হয়ে উঠেছেন তিনি।
আরও পড়ুন – রাজভবন চলো ডাক অধীর রঞ্জন চৌধুরীর
আশা করা যাচ্ছে শনিবার তাকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে দল নেত্রীর অনুপস্থিতিতে নির্বাচনের মুখে দলিয় সংগঠনের ওপর যাতে কোনোভাবেই প্রভাব না পড়ে সেদিকে নজর রেখে খোদ ময়দানে নেমে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জেলা চেয়ারম্যান। শুক্রবার সুকনা চা বাগান এলাকায় বৈঠক করে নির্বাচনী রনকৌশল বাতলে দেন কর্মিদের।
এদিন শিলিগুড়ি মহকুমার নির্বাচনী পর্যবেক্ষক মদন ভট্টাচার্য্য, রাম ছেত্রী, ব্লক নেতৃত্ব খগেশ্বর রায় ও জ্যোতি তিরকির উপস্থিতি দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী রনকৌশল নিয়ে আলোচনা চলে। দার্জিলিং জেলা তৃনমূল চেয়ারম্যান অলক চক্রবর্তী বলেন শৃঙ্খলা মেনে ব্লক ভিত্তিক কিভাবে কাজ করবে দল তার পরিকল্পনা কর্মীদের সামনে রাখা হয়। নির্বাচনি প্রস্তুতি, কর্মসূচি ও জনসংযোগের নিখুঁত নকশা তাদের বাতলে দেওয়া হয়েছে।