নির্বাচনের আগে নতুন চমক, অনুব্রত মণ্ডলের “খেলা হবে” স্লোগান দেওয়া টি-শার্ট সিউড়ির বাজারে

নির্বাচনের আগে নতুন চমক, অনুব্রত মণ্ডলের “খেলা হবে” স্লোগান দেওয়া টি-শার্ট সিউড়ির বাজারে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ মার্চ ২০২১বীরভূম:দিন কয়েক আগে বীরভূমের পুরন্দরপুর গ্রামে একটি জনসভায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন “খেলা হবে”, এই মাটিতেই “খেলা হবে”। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের এই স্লোগান জায়গা করে নেয় রাজ্য রাজনীতিতে।

তৃণমূলের গণ্ডি পেরিয়ে সমস্ত রাজনৈতিক দল নিজও নিজও ভঙ্গিমায় এই শ্লোগানকে কাজে লাগাই। এবার অনুব্রত মণ্ডলের এই “খেলা হবে” স্লোগান দিয়ে সিউড়ির বিভিন্ন মার্কেটে বিক্রি হচ্ছে “খেলা হবে” টি-শার্ট। যা কিনতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সাথে সাথে ভিড় করছে সাধারণ মানুষ। যদিও তারা বলছে খেলা হবে তে কোন পাচন বা অন্য কিছুর প্রয়োজন নেই, রাজনৈতিকভাবে, খেলা হোক উন্নয়নের খেলা হোক, খেলা হোক বেকারত্ব দূর করার।

আরও পড়ুন…বিভীষণপুর এলাকার শিব দুর্গা মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top