নির্বাচনে হারের পর আরজেডিতে অস্থিরতা বাড়ছে, লালু পরিবারের চার কন্যার শহরত্যাগ—তেজস্বী এখনও নিখোঁজ

নির্বাচনে হারের পর আরজেডিতে অস্থিরতা বাড়ছে, লালু পরিবারের চার কন্যার শহরত্যাগ—তেজস্বী এখনও নিখোঁজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – বিহার নির্বাচনে পরাজয়ের পর আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তাঁর দল ক্রমশ অস্বস্তির মধ্যে পড়ছে। পরাজিত প্রার্থীদের ক্ষোভ, অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি এবার পরিবারের মধ্যেও অশান্তির সুর স্পষ্ট। রোহিনী আচার্যের দল-পরিবার ছাড়ার বার্তার পর লালু পরিবারের আরও চার কন্যা পাটনা ছেড়েছেন। এর মধ্যেই দলের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব কোথায়, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

১৪ নভেম্বর ফলাফল প্রকাশের দিন থেকেই লালু পরিবারের অস্থিরতা সামনে এসেছে। নির্বাচনের আগেই রোহিনী আচার্য সরব ছিলেন আরজেডি নেতা সঞ্জয় যাদব এবং ভাই তেজস্বীর বিরুদ্ধে। ফল প্রকাশের পর তাঁর সেই ক্ষোভ আরও বাড়ে। এরপর তিনি পাটনা ছেড়ে মুম্বই চলে যান।

রবিবার গভীর রাতে একইভাবে শহর ছাড়লেন লালুর আরও চার কন্যা—রাগিনী যাদব, ছন্দা যাদব, রাজলক্ষ্মী যাদব এবং হেমা যাদব। প্রথম তিনজনকে আরজেডি নেত্রী মিশা ভারতীর সঙ্গে দেখা করতে দেখা যায়। এরপর তাঁদের পাটনা বিমানবন্দর থেকে দিল্লি রওনা হতে দেখা গেছে। কিছু পরে হেমা যাদবও পাটনা হয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন।

যদিও রোহিনী যে ধরণের প্রকাশ্য ক্ষোভ দেখিয়ে শহর ছেড়েছিলেন, বাকি চার কন্যার ক্ষেত্রে তেমনটি দেখা যায়নি। রোহিনী স্পষ্ট জানিয়েছিলেন—দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও বাবা-মা লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কে কোনও অবনতি হয়নি এবং তাঁদের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ তোলেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top