নির্বাচনে পরাজয়ের পর ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ ২০০ কর্মীর । পৌরসভা নির্বাচনে বিপুল জয়ের পর শনিবার শালবনিতে বিজেপি দল ছেড়ে বিজেপির নেতা ও কর্মীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। শালবনী ৩ নম্বর , বিষ্ণুপুর ২ নম্বর ও লালগেড়িয়া ৫ নম্বর অঞ্চলের বিজেপি নেতৃত্বরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাঁরা হলেন
সুজাতা মাহাতো – পঞ্চায়েত সমিতির সদস্যা,
অজয় মাহাতো – শক্তি প্রমুখ ,
সুজিত মাহাতো – যুব মোর্চার সভাপতি ,
গোবর্ধন মাহাতো – বুথ সভাপতি ,
কাজু পাত্র – শক্তিকেন্দ্র প্রমুখ ,
যাত্রা সংসদের বুথ কমিটির সমস্ত সদস্য সভাপতি সহ ২০০ জন ,
সেন্টু রানা – যুব মোর্চার কনভেনর ,
পুন্য মাহাতো – শক্তি প্রমুখ ,
অজয় সিং সহ ২০০ জন বিজেপি কর্মী শনিবার শালবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর কার্যালয়ে এসে তৃনমুল কংগ্রেসে যোগদেন।
উক্ত বিজেপির কর্মী নেতৃত্বদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে সামিল করলেন ব্লক সভাপতি নেপাল সিংহ , উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ , অঞ্চল সভাপতি – অসিত ঘোষ , গৌতম মাহাতো , কৌশিক হাজরা সহ অন্যান্য নেতৃত্বগণ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর সালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ বলেন পৌরসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপির পরাজয় হয়েছে। তাই সালবনি ব্লকের বিজেপির নেতা ও কর্মীরা বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে ।
আর ও পড়ুন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মিটছে না
তাই শনিবার তাদের দলে নেওয়া হয় ।আগামীদিনে সালবনি ব্লকে বিজেপির ঝান্ডা ধরার কেউ থাকবে না বলে তিনি জানান। সেই সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন মানুষ তাদের ভুল বুঝতে পেরে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপি সাম্প্রদায়িক রাজনৈতিক দল ।তাই মানুষ শান্তি ও উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে আরও বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান।