হুগলি – নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৪ নভেম্বর থেকে সারা রাজ্যের সঙ্গে সিঙ্গুরেও শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকেই সিঙ্গুরের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়া শান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল অফিসার (BLO) এবং বুথ লেভেল এজেন্ট (BLA)-রা। হাতে রয়েছে এনুমারেশন ফর্ম ও প্রয়োজনীয় নথি।
বিএলও তপন কুমার মাঝি জানান, “আমরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছি এবং কীভাবে ফর্ম পূরণ করতে হবে, তা মানুষকে বুঝিয়ে দিচ্ছি। ছবি, এপিক নম্বর, পার্ট নম্বর ইত্যাদি তথ্য দিতে হবে। কারও অসুবিধা হলে আমার ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। মানুষ খুবই আগ্রহ দেখাচ্ছেন, পাশের বাড়ি থেকেও অনেকে এসে দেখছেন। কোনও ভয়ের কারণ নেই।”
সিঙ্গুরের DBO ও AERO সৌভিক ঘোষাল বলেন, “চৌঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। সিঙ্গুর বিধানসভা এলাকায় মোট ২৮০ জন বিএলও কাজ শুরু করেছেন। আজ সারাদিন এই কাজ চলবে এবং আগামী এক মাস ধরে তা অব্যাহত থাকবে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া ও সংগ্রহ করা হবে। প্রয়োজনে নির্বাচন কমিশন সময়সীমা বাড়াতে পারে।”
ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে কমিশনের এই বিশেষ উদ্যোগে সাধারণ মানুষ যেমন সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তেমনি প্রশাসনও তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে।




















