রাজ্য – নির্বাচন কমিশন কংগ্রেসের আবেদন মেনে তাদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করেছে। আগামী সোমবার দুপুর ১২টায় কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। তবে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা সর্বোচ্চ ৩০ জন রাখার অনুরোধ জানানো হয়েছে, কারণ কম দফতরে জায়গার সীমাবদ্ধতা রয়েছে।
সূত্রের খবর, কংগ্রেস নেতা জয়রাম রমেশ কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। সেই চিঠির উত্তরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকের সময় নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যরা সুকুমার সেন হলে কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে বসবেন।
তবে, কমিশনে সাক্ষাতের পাশাপাশি বিরোধী শিবির থেকে আরও অনেকেই নির্বাচন কমিশন দপ্তরে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। তারা ভোটার তালিকায় বিশেষ সংশোধনসহ একাধিক ইস্যু নিয়ে নির্বাচন কমিশন দফতরে দাবি জানাবেন।
এর পাশাপাশি বিরোধীরা বাংলা ভাষা ও বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ তুলে কমিশন ঘেরাও করার কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচিতে বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন ভারতীয় ভাষার বৈচিত্র তুলে ধরার জন্য বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে থাকবে।
বিরোধীদের এই কর্মসূচিতে বাংলা, ইংরেজি, তামিল, মারাঠি, মালয়ালি, হিন্দি ভাষার প্ল্যাকার্ড থাকবে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল বাংলা ভাষার প্ল্যাকার্ড তৈরি করছে। কংগ্রেস ইংরেজি ও মালয়ালি ভাষার প্ল্যাকার্ড দায়িত্বে। তামিলনাড়ুর ডিএমকে তামিল প্ল্যাকার্ড তৈরি করবে। সমাজবাদী পার্টি হিন্দি ভাষার প্ল্যাকার্ড দায়িত্বে এবং শিবসেনার (উদ্ধব ঠাকরের শিবির) মারাঠি ভাষার প্ল্যাকার্ড তৈরি করবে।
এদিকে চলতি বছরে সংসদে বাদল অধিবেশনে এসআইআর (Special Investigation Report) নিয়ে বিরোধীদের বিক্ষোভ প্রায় প্রতিদিনের ঘটনা। বিরোধীরা সংসদে এসআইআর নিয়ে নির্দিষ্ট সময় বরাদ্দের দাবি করলেও তা মঞ্জুর হয়নি, যার কারণে অধিবেশন মুলতুবি হয়েছে।
