Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The State Election Commission has announced vote Kolkata and Howrah

কলকাতা এবং হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা এবং হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নির্বাচন

রাজ্যের প্রস্তাবেই সিলমোহর। কলকাতা এবং হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়ায় পুরভোট হবে। রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। সম্মতিপত্র পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে। তবে হাওড়া কর্পোরেশনের সব ওয়ার্ডে ভোট হবে না। ৬৬টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে পুরভোট হবে। কলকাতা কর্পোরেশনের সব ওয়ার্ডে পুরভোট হবে।

 

আগামী ২৫ নভেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। ভোট গণনার দিন ২২ ডিসেম্বর করতে চেয়েছিল রাজ্য সরকার। এতেও সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর বিরোধিতা করে আইনি পথে হাঁটতে পারে বিজেপি। রাজ্য়ের বিরোধী দলের দাবি, ইতিমধ্য়ে রাজ্যের সমস্ত পুরসভাগুলোর মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই একসঙ্গে সব পুরসভায় ভোট করাতে হবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, গুন্ডা বাহিনীকে কাজে লাগানোর জন্য ধাপে ধাপে পুরভোট করাচ্ছে সরকার। ইতিমধ্য়ে আইনজীবীদের পরামর্শ নিতে শুরু করেছেন বিজেপি নেতারা।

 

আর ও পড়ুন  সুন্দরবনের শতাব্দী প্রাচীন গৌড়েশ্বর নদীতে নৌকাবাইচ

 

উল্লেখ্য, পুরভোট না হওয়ায় একাধিক পুরসভায় প্রশাসক মণ্ডলীই কাজ চালাচ্ছে। ফলে সাধারণ মানুষকে পুরপরিষেবা দেওয়া যাচ্ছে না বলে, ক্ষোভ বিরোধীদের। রাজ্যে শীঘ্রই পুরভোট হোক এই আবেদন জানিয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মৌসুমী রায়। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, পুরভোট নিয়ে বিধানসভা নির্বাচনের আগেইরাজ্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তাঁর কথায়, ‘এরাজ্যে ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তিন বছর পরেও নির্বাচন হয়নি এমন উদাহরণও রয়েছে।’

 

উপনির্বাচন নিয়ে রাজ্যের শাসকদল যখন জাতীয় নির্বাচন কমিশনকে তাগাদা দিচ্ছিল, তখনই পুরভোটের দাবিতে সরব হয়েছিল বিজেপি। শীতেই উপনির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, “উপনির্বাচন হয়ে গেলে অন্যান্য নির্বাচন করব।” মমতার কথাতেই স্পষ্ট হয়েছিল, উৎসবের মরসুম কাটার পরই পুরভোট হতে চলেছে বঙ্গে।

 

উল্লেখ্য, রাজ্যের প্রস্তাবেই সিলমোহর। কলকাতা এবং হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়ায় পুরভোট হবে। রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। সম্মতিপত্র পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে। তবে হাওড়া কর্পোরেশনের সব ওয়ার্ডে ভোট হবে না। ৬৬টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে পুরভোট হবে। কলকাতা কর্পোরেশনের সব ওয়ার্ডে পুরভোট হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top