নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৭ ডিসেম্বর, নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার দিন এগিয়ে এলেও তিহার জেলে কোনো ফাঁসুড়ে নেই,তাই অপরাধীরা আদোও সাজা পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অপরাধীরা সাজা পাক তাই সম্পূর্ন মানবিক দিক থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘাগরা গ্রামের বছর ৩৫ এর চিত্তরঞ্জন দাস সাময়িক ভাবে স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে আবেদন জানাল।পেশায় এক মালবাহী চারচাকার গাড়ির চালক চিত্তরঞ্জন। প্রায় দশ বছর ধরে তিনি দেশের বিভিন্ন প্রন্তে গাড়ি নিয়ে গিয়েছেন,সেই সঙ্গে দেখেছেন বিভিন্ন রাজ্যের মহিলাদের নিরাপত্তাহীনতা।ধর্ষনের মত যারা ঘৃন্য কাজে যুক্ত তাদের শাস্তি হওয়া দরকার, সমাজে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তিনি সাময়িক ভাবে ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি কে আবেদন জানিয়েছেন।এই কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক ও চাননা।
চিত্তরঞ্জন দাসের মা ও খুশি ছেলের এই মানবিক দিকে, তিনি ছেলেকে আশীর্বাদ করেছেন সমাজের ময়লা দূর করার এই পদক্ষেপে।
নির্ভয়া কান্ডের অপরাধীদের শাস্তির দাবিতে ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতিকে আবেদন জানাল চিত্তরঞ্জন
নির্ভয়া কান্ডের অপরাধীদের শাস্তির দাবিতে ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতিকে আবেদন জানাল চিত্তরঞ্জন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram