“নির্মল ইংরেজ বাজার-সুন্দর ইংরেজ বাজার” ডাকে পদযাত্রা

“নির্মল ইংরেজ বাজার-সুন্দর ইংরেজ বাজার” ডাকে পদযাত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১৩ ই সেপ্টেম্বর : “নির্মল ইংরেজ বাজার-সুন্দর ইংরেজ বাজার” এই ডাক দিয়ে শুক্রবার সকালে মালদহ জেলার ইংরেজবাজার পৌরসভা এক পদযাত্রার আয়োজন করে। মালদহ শহরের টাউন হল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়। মিশন নির্মল বাংলা ও রাজ্য নগর জীবিকা মিশনের সংযুক্তিকরণ কর্মসূচির লক্ষ্যে জলের অপচয় বন্ধ করুন,প্লাস্টিক বর্জন করুন,পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে পচনশীল বর্জ্য ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণ করে পরিবেশ সুন্দর করার ডাক দেওয়া হয় আজ এই পদযাত্রা থেকে। এই পদযাত্রায় সামিল হয়েছিলেন ইংরেজ বাজার পৌরসভার কর্মচারিগণ থেকে শহরের বিদ্যা লয়ের ছাত্র-ছাত্রীরা। নেতৃত্বদেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top