মুম্বাই- মুম্বইয়ের একটি নির্মীয়মান বহুতলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল পাঁচজনের। রবিবার অর্থাৎ আজ ঘটনাটি হয় মুম্বইয়ের নাগপাড়া এলাকায়।
দুপুর সাড়ে বারোটা নাগাদ দিমতিমকর রোডের বিসমিল্লাহ স্পেস বিল্ডিংয়ে ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ চলছিল। ট্যাঙ্কে নেমে দম আটকে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত সেখানে উপস্থিত বাকি শ্রমিকরা দমকলে খবর দেন।
দমকল কর্মীরা এসে পাঁচজনকে ট্যাঙ্ক থেকে উদ্ধার করে স্থানীয় জেজে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
