নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় ফারাক্কা ব্যারেজের নির্মীয়মান সেতুর গার্ডার ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, গার্ডারের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও ২ জন। তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম শচীন প্রতাপ (২৬) এবং কে শ্রীনিবাসন রাও(৩৬), আহত ২ শ্রমিকের নাম মুখেশ পান্ডে ও রঞ্জন কুমার মেহেতা। শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের স্থানান্তর করা হয় কলকাতায়।জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় নির্মীয়মান সেতুর কাজ চলছিল। ওই সময় রেড লেবেল ছিড়ে বিপত্তি ঘটে। জানা গিয়েছে, সেই সময় কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যায় তাতে। খবর অনুযায়ী, ১৫ থেকে ১৬ জন কাজ করছিল। শ্রমিকরা বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। রবিবার এর জন্য বেশিরভাগ শ্রমিক ছুটিতে ছিলেন। বাকি অল্প শ্রমিককে দিয়ে কাজ চলছিল। ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটি। উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের ওপর গাড়ি ঘোড়ার চাপ ক্রমশ বেড়ে চলেছে। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই ফারাক্কা সেতুটি। তার বিকল্প হিসেবে পাশাপাশি আরেকটি সেতু নির্মাণের কাজ শুরু হয় প্রায় দেড় বছর আগে। সেই সেতুর গার্ডার ভেঙে এই বিপত্তি ঘটে।পুলিশ মৃতদেহগুলোকে ময়নাতদন্তের নিয়ে যায়।