তালিবানি ফতোয়ার কায়দায় পাকিস্তানে শিক্ষকদের জন্য কি নিষিদ্ধ হলো ?

তালিবানি ফতোয়ার কায়দায় পাকিস্তানে শিক্ষকদের জন্য কি নিষিদ্ধ হলো ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নিষিদ্ধ
তালিবানি ফতোয়ার কায়দায় পাকিস্তানে  শিক্ষকদের জন্য কি নিষিদ্ধ হলো ?
ছবি সংগ্রহে সাইন টিভি

 

তালিবানি ফতোয়ার কায়দায় পাকিস্তানে শিক্ষকদের জন্য কি নিষিদ্ধ হলো ? তালিবানি ফতোয়ায় শিক্ষকদের জন্য কি নিষিদ্ধ হলো ?  আফগানিস্তানে তালিবানি শাসনে মদত জুগিয়ে চলেছে পাকিস্তান।  সে কথা  স্বীকার করেছে পাকিস্তান এবং তালিবান। এবার তালিবানি কায়দা, শিক্ষাদীক্ষাতেও প্রভাবিত হচ্ছে পাকিস্তান। দেশে নির্দেশিকা জারি করেছে, শিক্ষকরা আর জিনস–টিশার্ট পরে স্কুল, কলেজে পড়াতে পারবেন না।

 

সংবাদ সুত্রে জানা গিয়েছে,  সোমবার সব স্কুল, কলেজের প্রধান শিক্ষকদের চিঠি পাঠিয়েছে শিক্ষা দপ্তর। তাতে জানিয়েছে, প্রত্যেক শিক্ষককে পরিচ্ছন্ন থাকতে হবে। নিজের আচরণ নিয়ে সতর্ক হতে পারে।

 

আর ও  পড়ুন    সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এবার কী তৈরি হতে চলেছে ? জেনে নিন

 

পুরুষ শিক্ষকদের নিয়মিত চুল, দাড়ি ছাঁটতে হবে। শিক্ষক, শিক্ষিকা নির্বিশেষে সকলকে নিয়মিত স্নান করতে হবে, নখ কাটতে হবে। ডিওডোরেন্ট বা পারফিউম মাখতে হবে।

 

নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল, কলেজে শিক্ষকরা যতক্ষণ থাকবেন, ততক্ষণ জিনস, টিশার্ট পরতে পারবেন না। মহিলারা এসবের পাশাপাশি চাপা পোশাকও পরতে পারবেন না। স্কুল, কলেজের কোনও অনুষ্ঠানেও এ ধরনের পোশাক পরা যাবে না। পড়ানোর সময় শিক্ষকদের টিচিং গাউন পরতে হবে। গবেষণার সময় ল্যাব কোট পরতে হবে।

 

তাহলে শিক্ষিকারা কী পরবেন?‌ নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার–কামিজ, ট্রাউজার, শার্টের সঙ্গে ওড়না বা সাল পরতে হবে। চাইলে স্কার্ফ বা হিজাব পরতে পারবেন। শিক্ষকদেরও শার্ট, ট্রাউজার নয়তো সালোয়ার–কামিজ পরতে হবে। শিক্ষক, শিক্ষিকা উভয়কেই ফর্মাল জুতো পরতে হবে। চটি পরা যাবে না।

 

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানি শাসনে মদত জুগিয়ে চলেছে পাকিস্তান।  সে কথা  স্বীকার করেছে পাকিস্তান এবং তালিবান। এবার তালিবানি কায়দা, শিক্ষাদীক্ষাতেও প্রভাবিত হচ্ছে পাকিস্তান। দেশে নির্দেশিকা জারি করেছে, শিক্ষকরা আর জিনস–টিশার্ট পরে স্কুল, কলেজে পড়াতে পারবেন না।  জানা গিয়েছে,  সোমবার সব স্কুল, কলেজের প্রধান শিক্ষকদের চিঠি পাঠিয়েছে শিক্ষা দপ্তর। তাতে জানিয়েছে, প্রত্যেক শিক্ষককে পরিচ্ছন্ন থাকতে হবে। নিজের আচরণ নিয়ে সতর্ক হতে পারে।

 

স্কুল, কলেজে শিক্ষকরা যতক্ষণ থাকবেন, ততক্ষণ জিনস, টিশার্ট পরতে পারবেন না। মহিলারা এসবের পাশাপাশি চাপা পোশাকও পরতে পারবেন না। স্কুল, কলেজের কোনও অনুষ্ঠানেও এ ধরনের পোশাক পরা যাবে না। পড়ানোর সময় শিক্ষকদের টিচিং গাউন পরতে হবে। গবেষণার সময় ল্যাব কোট পরতে হবে।

 

নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার–কামিজ, ট্রাউজার, শার্টের সঙ্গে ওড়না বা সাল পরতে হবে। চাইলে স্কার্ফ বা হিজাব পরতে পারবেন। শিক্ষকদেরও শার্ট, ট্রাউজার নয়তো সালোয়ার–কামিজ পরতে হবে। শিক্ষক, শিক্ষিকা উভয়কেই ফর্মাল জুতো পরতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top