নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্রে ধৃত তিন যুবক, পুলিশের বড় সাফল্য

নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্রে ধৃত তিন যুবক, পুলিশের বড় সাফল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকায় পুলিশি অভিযানে ধরা পড়ল নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্রের তিন সদস্য। হাওড়া ও হুগলির সীমান্তবর্তী অঞ্চলে বেআইনি কাফ সিরাপ পাচারের খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় দাসপুর থানার পুলিশ। সেই অভিযানেই তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁইপাট ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এই পাচারচক্র। গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকেই ওই অঞ্চলে পুলিশের নজরদারি বাড়ানো হয় এবং একাধিক চেকপোস্টে তল্লাশি অভিযান শুরু হয়। এরই মধ্যে সন্দেহজনকভাবে চলাফেরা করা তিন যুবককে আটক করা সম্ভব হয়, যাদের কাছ থেকেই উদ্ধার হয় কাফ সিরাপের বোতলগুলি।

ধৃতদের নাম জয়মাল্য পাল, সৈকত মাইতি ও প্রসেনজিৎ জানা। তিনজনই দাসপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা— যথাক্রমে সামাটবেড়িয়া, কলোড়া ও যদুপুর। পুলিশের অনুমান, তাদের পিছনে একটি বড় মাদক পাচারচক্র কাজ করছে, যারা সীমান্তবর্তী এলাকা থেকে বেআইনি মাদক এনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের মূলহোতাদের খোঁজে নামবে পুলিশ।

এই অভিযানে নেতৃত্ব দেন ঘাটাল মহকুমার এসডিপিও দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি এবং দাসপুর-২ ব্লকের বিডিও প্রবীর কুমার শিট। অভিযান চলাকালীন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিকবার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। কিছুদিন আগে বালুরঘাট থেকে শিয়ালদহগামী ট্রেন থেকে কয়েকশো বোতল কাফ সিরাপ উদ্ধার হয়, যা পাচারকারীরা রেলপথে পরিবহন করছিল বলে ধারণা। এমনকি এক চিকিৎসকের লোগো লাগানো গাড়ি থেকেও কাফ সিরাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। ফলে স্পষ্ট, পুলিশের নজরদারি বাড়লেও পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল নিচ্ছে বেআইনি ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top