নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি পুলবামায় জঙ্গিদের হামলায় নিহত হতে হয়েছিল ৪৪ জন ভারতীয় সেনা জওয়ানকে। ঠিক এক বছর পার হয়ে আজ ২০২০ সালের ১৪ই ফেব্রুয়ারি।
আমরা সকলেই জানি ১৪ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ ভালোবাসার দিন। আর ঠিক এই দিনেই যখন গোটা দেশ সেই খুশিতে ছিল ঠিক তখনই জঙ্গিদের হামলায় নিহত হয়েছিলেন ৪৪ জন ভারতীয় সেনা জওয়ানকে। এক বছর পার হয়ে আজ ২০২০ সাল এবং সেই সমস্ত নিহত শহীদ জাওয়ানদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে বীরভূমের সিউড়িতে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে হোম যজ্ঞের আয়োজন করা হয় জেলা বিজেপির কার্যালয়ের পাশেই থাকা শিব মন্দিরে।
বিজেপি নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষ শহীদদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে হওয়া অভিযোগে এদিন সামিল হয়েছিলেন। সকলেরই বক্তব্য একটাই যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন শান্তি পাক তাদের আত্মা।