লেকটাউন:- নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা মেরে উল্টে গেলো একটি চার চাকা গাড়ি। বড়সড় দুর্ঘটনার কবলে থেকে অল্পের জন্য রক্ষা ৫ যাত্রীর। যদিও এক জন বাদে গাড়িতে থাকা বাকিরা পলাতক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে লেকটাউন থানার অন্তর্গত ঘোলাঘাটা ভিআইপি রোডে।

স্থানীয় সূত্রে খবর, উল্টোডাঙ্গার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারের ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে চালকসহ আরো চারজন আরোহী ছিল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়িতে থাকা যাত্রীরা। যদিও চার যাত্রী পলাতক। গাড়িতে থাকা দেবরাজ সিংহ নাম এক ব্যক্তি জানায়, তাকে ছাড়া গাড়িতে আরো চারজন ছিল এবং সকলেই বন্ধু-বান্ধব। গাড়ির স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সকলকে পালাতে বারন করলেও তারা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।