
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৬ শে সেপ্টেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাস নামলো জমিতে,বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা যাত্রীবাহী বাসের।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রামজীবনপুর পটলডাঙ্গার চাতালে।ক্ষীরপাই রামজীবনপুর রাজ্যসড়কে পটলডাঙ্গার চাতালে সকাল সাড়ে এগারোটা নাগাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে নেমে যায় বলে খবর।চন্দ্রকোনা রোড আরামবাগ রুটের যাত্রীবাহী বাসটি আরামবাগের দিকে যাওয়ার সময় দূর্ঘটনাটি ঘটে এবং বাসে যাত্রী সংখ্যা কমছিলো বলে স্থানীয় সূত্রে জানাযায়।ঘটনায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে বাসটিকে উদ্ধার করে।ঘটনায় হতাহতের কোনও খবর নেই,যাত্রীদের সুরক্ষিত ভাবেই উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।বৃষ্টির জেরে নিয়ন্ত্রন হারিয়েও দূর্ঘটনা হতে পারে স্থানীয়দের অনুমান।কি কারনে দূর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।



















