নীতা আম্বানীর এক ঢোক জলের দাম কতো? জানেন কি?

নীতা আম্বানীর এক ঢোক জলের দাম কতো? জানেন কি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নীতা

নীতা আম্বানীর এক ঢোক জলের দাম কতো? জানেন কি? রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী যে জলখান, তার দম শুনলে অনেকেই হয়তো  হতবাক হবেন। সংবাদ সুত্রে জানা যায়,  নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি জল খান। ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৪ লাখ টাকার বেশী।  তাহলে  নীতার এক ঢোক জলের  দাম কত পড়ে! কিন্তু জলের  কেন এত দাম?

 

মূলত, স্বাস্থ্যকে তরতাজা রাখতে নীতা আম্বানী যে জল  খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি জলের  মধ্যে একটি। জানা যায়, বোতলবন্দি ওই জল  আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই জলে  ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে, যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এ জলের দাম লাখ লাখ টাকা।

 

আর ও  পড়ুন    এবার পুজোর আয়োজনে থাকুক নিরামিষ সবজি

 

শুধু জল  নয়, বোতলের জন্যও এর দাম এত বেশি। ২০১০-এ ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ গিনেজ বুকে বিশ্বের সবচেয়ে দামি জলের বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা বলে জানা গিয়েছে।

 

উল্লেখ্য,রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী যে জলখান, তার দম শুনলে অনেকেই হয়তো  হতবাক হবেন। সংবাদ সুত্রে জানা যায়,  নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি জল খান। ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৪ লাখ টাকার বেশী।  তাহলে  নীতার এক ঢোক জলের  দাম কত পড়ে! কিন্তু জলের  কেন এত দাম? মূলত, স্বাস্থ্যকে তরতাজা রাখতে নীতা আম্বানী যে জল  খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’।

 

এটি বিশ্বের সবচেয়ে দামি জলের  মধ্যে একটি। জানা যায়, বোতলবন্দি ওই জল  আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই জলে  ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে, যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এ জলের দাম লাখ লাখ টাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top