টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী নীরজ চোপড়াকে এক বিশেষ সম্মান দিল অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া। নীরাজের সোনা জয়ের মুহূর্তকে স্মরণ করতে এবার থেকে দেশে পালন করা হবে ‘জ্যাভলিন দে’। ৭ আগস্ট অর্থাৎ যেই দিনটিতে ভারতের জন্য নীরজ সোনা জিতে দেশের শোভা বাড়িয়েছিল, সেই দিনটিকেই ‘জ্যাভলিন দে’ হিসেবে উদযাপন করা হবে বলে ঘোষণা করে অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া।
অলিম্পিকে সোনা জয়ের ঐতিহাসিক মুহূর্তটিকে চিরতরে ভারতের ইতিহাসে অন্যতম স্থান দিতে এবং সর্বোপরি দেশের গর্ব নীরজ চোপড়াকে সম্মানিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সূত্রের খবর। অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান লালিত ভানোট জানান, খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতে এবার থেকে প্রত্যেক বছর ৭ আগস্ট দিনটিতে ভারতের প্রায় সব জায়গায় প্রতিযোগিতার আয়োজন করা হবে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জেতেন। নীরজের হাত ধরেই এই প্রথমবার অলিম্পিকে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজে, যা অত্যন্ত গর্বের। নীরজ হরিয়ানার ছেলে। তার এই সোনা জয়, ভারতের জন্য এক ইতিহাস তৈরি করেছে। দেশবাসী থেকে শুরু করে খেলার জগতের সকলেই শুভেচ্ছা জানায় তাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে তার আনন্দের এবং ভারতের বুকে এমন ঐতিহা