ঐতিহাসিক নীলকুঠিকে নষ্ট করে বসতি গড়ার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা

ঐতিহাসিক নীলকুঠিকে নষ্ট করে বসতি গড়ার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নীলকুঠিকে

ঐতিহাসিক নীলকুঠিকে নষ্ট করে বসতি গড়ার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। নীলকুঠি জায়গা দখল করে রাখা হয়েছে। নষ্ট করা হচ্ছে ঐতিহাসিক স্মৃতি। সেই নীলকুঠি পুনরুদ্ধার করে পর্যটন কেন্দ্রের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।

 

উত্তর ২৪ পরগনা জেলার   গোপালনগর থানার মোল্লাহাটে গ্রামে ইংরেজ আমল থেকে নীলকুঠি রয়েছে। সেই জমিতে বসবাস করেন তারক সরদার ও দীপা সরদার। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বাসিন্দারা ওই নীলকুঠি এলাকায় যান৷ বিক্ষোভ করেন। স্থানীয় কয়েকজন নীলকুঠি এলাকায় গাছপালা কেটে পরিষ্কার করেন৷

 

আরও পড়ুন    পিঠেপুলির বাজারে‌ও পড়েছে করোনার থাবা

 

বাসিন্দাদের অভিযোগ, নীলকুঠি প্রায় সাড়ে সাত বিঘা জমির উপর থাকা বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি সরদার পরিবার নষ্ট করে ফেলেছে। নীল পচানোর চাতাল ,চৌবাচ্চা পাঁচিল আজ তার প্রায় কোনো অস্তিত্বই নেই৷বাসিন্দাদের অভিযোগ, নীলকুঠি প্রায় সাড়ে সাত বিঘা জমির উপর থাকা বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি সরর্দারর পরিবার নষ্ট করে ফেলেছে এবং ট্রাকটর ও জেসিবি এনে মাটি কেটে বিক্রি করতে যাচ্ছিলো গ্রামের বাসিন্দারা বাধা দেয়। নীল পচানোর চাতাল ,চৌবাচ্চা পাঁচিল আজ তার প্রায় কোনো অস্তিত্বই নেই৷

 

তার দাবিতে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পাশাপাশি সরর্দার পরিবারে দাবি এই জমি আমাদের সমস্ত রকম নত্রিপত্র আছে আমরা মাটি কাটছিলাম গ্রামের লোকবলা তে আমরা বন্ধ করে দিয়েছি এই জমিতে ভালো কিছু বা পর্যটন কেন্দ্র হলে আমরা ছেড়ে দেবো।

 

উল্লেখ্য,ঐতিহাসিক নীলকুঠিকে নষ্ট করে বসতি গড়ার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। নীলকুঠি জায়গা দখল করে রাখা হয়েছে। নষ্ট করা হচ্ছে ঐতিহাসিক স্মৃতি। সেই নীলকুঠি পুনরুদ্ধার করে পর্যটন কেন্দ্রের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। উত্তর ২৪ পরগনা জেলার   গোপালনগর থানার মোল্লাহাটে গ্রামে ইংরেজ আমল থেকে নীলকুঠি রয়েছে। সেই জমিতে বসবাস করেন তারক সরদার ও দীপা সরদার। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বাসিন্দারা ওই নীলকুঠি এলাকায় যান৷ বিক্ষোভ করেন। স্থানীয় কয়েকজন নীলকুঠি এলাকায় গাছপালা কেটে পরিষ্কার করেন৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top