নীল ব্রালেটে সাহসী অবতারে সৃজলা গুহ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘পিহু’

নীল ব্রালেটে সাহসী অবতারে সৃজলা গুহ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘পিহু’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ছোট পর্দার জনপ্রিয় মুখ সৃজলা গুহ আবারও ভাইরাল তাঁর বোল্ড লুকের জন্য। ‘মন ফাগুন’ ধারাবাহিকে প্রিয়দর্শিনী ওরফে ‘পিহু’ চরিত্রে মন জয় করা এই অভিনেত্রী বর্তমানে ছোটপর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নজরকাড়া।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি সাহসী ছবি, যেখানে তাঁকে দেখা যাচ্ছে নীল রঙের ব্রালেটে। সমুদ্রের পটভূমিতে উজ্জ্বল সাদা গায়ের রঙে তাঁর উপস্থিতি যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। নো-মেকআপ লুকে স্বচ্ছন্দ ভঙ্গিতে সৃজলার এই লুক ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা আর ভালোবাসা।

ধারাবাহিকের বাইরে এখন তিনি ব্যস্ত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজ নিয়ে। ‘বাতাসে গুনগুন’ সিরিজে মানালি এবং সুহোত্রর সঙ্গে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ এই অভিনেত্রী প্রায়ই নিজের ডান্স রিলস শেয়ার করেন।

সৃজলার অভিনয় যাত্রা শুরু হয় ওড়িয়া ছবির মাধ্যমে। এরপর রোহন ভট্টাচার্যর বিপরীতে ‘জামাই বরণ’ ছবিতে অভিনয় করেন তিনি। রোহনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন এক সময় শোনা গিয়েছিল, যেটি পরে ভেঙে যায়। পরে ‘মন ফাগুন’-এ সহ-অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর নাম জড়ায়। গুঞ্জন অনুযায়ী, এই সম্পর্কই নাকি রোহনের সঙ্গে বিচ্ছেদের কারণ হয়।

এর আগেও থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে কালো স্যুইমসুটে নজর কেড়েছিলেন সৃজলা। সাহসী ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা—সব মিলিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top