আগে আব্বু আম্মু কিনত এখন আমাকে কিনতে হয়, বললেন নুসরাত ফারিয়া

আগে আব্বু আম্মু কিনত এখন আমাকে কিনতে হয়, বললেন নুসরাত ফারিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নুসরাত

 

সাইন টিভি ডেস্ক:  কাজের কথা যখন উঠল, কাজের আলাপ আগে সেরে নেওয়া যাক। কলকাতার সিনেমাগুলোর কী খবর? নুসরাত ফারিয়া জানালেন, ‘এখনও তো এয়ার খোলেনি, খুললেই কাজগুলো শুরু করতে পারব; সম্ভবত অক্টোবরে, যদিও নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।’ আর দেশের চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালায় ‘গুনিন’ শিরোনামে যে ফিচার ফিল্মে কাজ করার কথা, সেটার শিডিউল এখনও লক হয়নি। এবার অন্য প্রসঙ্গে আসা যাক। আজ (৮ সেপ্টেম্বর) নুসরাতের জন্মদিন। বিশেষ দিনে নায়িকার পরিকল্পনা কী? নুসরাত জানালেন, ‘তেমন পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গে কাটাব।’ ছোটবেলা আর বড়বেলার জন্মদিনে পার্থক্য আছে নিশ্চয়ই।

 

View this post on Instagram

 

A post shared by Faria (@nusraat_faria)

সেটা কেমন জানিয়েছেন এভাবে, ‘ছোটবেলার জন্মদিনে আব্বু-আম্মুরা কেক কিনে নিয়ে আসত, এখন নিজের কেক নিজেই কিনি।’ জীবন থেকে একটা বছর চলে গেল, জীবন নিয়ে এখন উপলব্ধি কী আপনার? ফারিয়া এনটিভি অনলাইনকে যে উপলব্ধির কথা শোনালেন সেটা এমন, ‘যত দিন যাচ্ছে, আমার মনে হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখছি, নিজের পরিবারকে ভালোবাসতে শিখছি এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে ইদানীং আরও বেশি ভালো লাগে। আগে যেটা হতো, কাজ কাজ কাজ প্রচুর কাজ… প্রচুর কাজ করতে হবে। এখন মনে হচ্ছে, কাজও করতে হবে আবার লাইফও এনজয় করতে হবে—এখন এমন একটা মানসিকতা হয়ে গেছে।’

আর ও  পড়ুন     ভারতীয় অনুরাগীর আচরণে ক্ষুব্ধ হলেন মিয়া খালিফা, কী সেই আচরণ ?

জন্মদিনে ভক্তরা অন্তর্জালে শুভেচ্ছায় ভাসান। এই দিনে ভক্তদের জন্য কিছু বলতে চান? ‘ভক্তদের দোয়া করতে হবে আমার জন্য; যেন ভালো ভালো কাজ করতে পারি। ইদানীং দেখছি অনেক অনলাইন পত্রিকায় আমি সিনেমা ছাড়ছি, বাগদান হয়ে গেছে… এমন গুজব ছড়াচ্ছে। এসব কথা যেন তারা বিশ্বাস না করে,’ একনাগাড়ে বলে গেলেন চিত্রনায়িকা। বাগদানের কথা যখন উঠলই, বিয়ের খবর কবে দেবেন? ফারিয়ার উত্তর, ‘আপাতত দু-তিন বছরের মধ্যে কোনও পরিকল্পনা নেই। কাজে ফোকাস করতে চাই।’ কথার ইতি হলো এখানেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top