নুসরাতের প্রেগন্যান্সি ক্রেভিং! আবদার মেটাচ্ছেন কে?

নুসরাতের প্রেগন্যান্সি ক্রেভিং! আবদার মেটাচ্ছেন কে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
nusrat jahan

বিগত কয়েক মাস ধরে চলছে নুসরাতের বিয়ে নিয়ে নানান জল্পনা। এরই মধ্যে মা হতে চলেছেন টলি অভিনেত্রী নুসরাত। আগত সেপ্টেম্বরেই মা হবেন তিনি। তাই এখন আপাতত শুটিং বাদে নিজের মনের মতো করে সময় কাটাচ্ছেন নায়িকা। প্রতি মুহূর্তে সোশাল মিডিয়ায় তুলে ধরছেন নিজের মনের কথা। কেমন আছেন, কি করছেন সবই ছবি তুলে পোস্ট করছেন নেটদুনিয়ায়।

এবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এলো তার প্রেগন্যান্সি ক্রেভিং এর গল্প। সদ্য মুজ এবং জুসের ছবি পোস্ট করলেন নায়িকা। শুধু তাই নয় ধন্যবাদ জানালেন তার পছন্দের মানুষটিকে, তার সব আবদার মেটানোর জন্য। তবে সেই মানুষটি কে সে বিষয়ে কোনও কিছু স্পষ্ট বলেননি নায়িকা।

কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে পোষ্য এর ছবি দিয়ে যশকে ট্যাগ করেছিলেন নুসরাত। নেটদুনিয়ায় জল্পনা কল্পনা শুরু সেখান থেকেই। যশের পোষ্যকে সকলেই চেনেন। ছবি পোস্ট করে সেই পোষ্যকে নিজের নতুন বন্ধু হিসেবে আলাপ করিয়েছেন তার ভক্তদের সঙ্গে। আর এতেই নেটিজেনরা বুঝে নিয়েছেন আসলে নুসরাতকে প্যাম্পার করা সেই মানুষটি কে! সব ইঙ্গিতের মাঝেও সত্যিটা নায়িকার মুখ থেকে শুনতে ইচ্ছুক নেটিজেনরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top