তালিবানদের নৃশংস শাস্তি শুরু হলো, দেখে নিন কী সেই শাস্তি

তালিবানদের নৃশংস শাস্তি শুরু হলো, দেখে নিন কী সেই শাস্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নৃশংস

তালিবানদের নৃশংস শাস্তি শুরু হলো, দেখে নিন কী সেই শাস্তি । আফগানিস্তানে শুরু হলো তালিবানদের নৃশংস সাজা দেওয়ার কর্মকান্ড।  আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাট শহরের বিভিন্ন চত্বরে সংঘর্ষে নিহত ৪ অভিযুক্ত অপহরণকারীর মৃতদেহ ঝুলিয়ে রাখল তালিবরা। শনিবার এমনই দৃশ্য দেখা গেল। যা দেখে শিউরে উঠেছেন পথ চলতি মানুষজন।

জানা গিয়েছে, শনিবার সকালে এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে তাঁদের জ্বালানির দোকান থেকে চার জন ব্যক্তি অপহরণ করে বলে অভিযোগ ওঠে। এরপরই শহরের সমস্ত সীমান্ত বন্ধ করে তল্লাশি শুরু করে পুলিশ। চেক পয়েন্টে অপরাধীদের সঙ্গে তালিবদের গুলি যুদ্ধ শুরু হয়। এরপরই চার জন নিহত হয়। অভিযুক্ত অপহরণকারীদের এরপর ঝুলিয়ে রাখা হয়। ওই ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে পরে উদ্ধার করা হয়।

 

আর ও পড়ুন  আজ বিকেলেই ল্যান্ডফল করবে ‘গুলাব’, ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস

 

সম্প্রতি ওই শহরে আরও একটি অপহরণের ঘটনা ঘটেছে। একটি বালকের দেহ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনায় একজন অপহরণকারী নিহত হয়েছেন এবং বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হেরাটের ডেপুটি গভর্নর মাওলায়ি আহমেদ মুজাহির।

 

সামাজিক মাধ্যমে  অভিযুক্ত অপহরণকারীদের ঝুলিয়ে রাখার ভিডিও প্রকাশ্যে আসে। হেরাটের প্রধান গোলচত্বরে ক্রেন থেকে একজনকে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম ছবি দেখা যায়। ওই নিহতের বুকে লেখা ছিল ‘অপহরণকারীদের এভাবে শাস্তি দেওয়া হবে।’ আর এই দৃশ্য স্বাভাবিকভাবেই আফগানদের মনে ভয় ধরিয়ে দিতে শুরু করেছে।

 

উল্লেখ্য,আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাট শহরের বিভিন্ন চত্বরে সংঘর্ষে নিহত ৪ অভিযুক্ত অপহরণকারীর মৃতদেহ ঝুলিয়ে রাখল তালিবরা। শনিবার এমনই দৃশ্য দেখা গেল। যা দেখে শিউরে উঠেছেন পথ চলতি মানুষজন। জানা গিয়েছে, শনিবার সকালে এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে তাঁদের জ্বালানির দোকান থেকে চার জন ব্যক্তি অপহরণ করে বলে অভিযোগ ওঠে।

 

এরপরই শহরের সমস্ত সীমান্ত বন্ধ করে তল্লাশি শুরু করে পুলিশ। চেক পয়েন্টে অপরাধীদের সঙ্গে তালিবদের গুলি যুদ্ধ শুরু হয়। এরপরই চার জন নিহত হয়। অভিযুক্ত অপহরণকারীদের এরপর ঝুলিয়ে রাখা হয়। ওই ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে পরে উদ্ধার করা হয়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top